নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: নাটোর সদরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইসরাত জাহান ইমন এর উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে বগুড়ার নন্দীগ্রামে ২৯ শে সেপ্টেম্বর (রবিবার) দুপুর ২টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা কৃষি অফিসারের কার্যালয় নন্দীগ্রাম, বগুড়া এর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার গাজীউল হক, কৃষি সম্প্রসারণ অফিসার আশিকুর রহমান, সাবেক উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার নজরুল ইসলাম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার জাকিরুল ইসলাম, উপসহকারী কৃষি অফিসার জহুরুল ইসলাম, আব্দুস সালাম, নাজমুল হক, সোহেল রানা, শাহারুল ইসলাম, নাজমুল হক,মোস্তারিন নুসরাত, সুমাইয়া ইয়াস্মিন, সুজন কুমার, শাহাদাত হোসেন, সাজ্জাদুল ইসলাম, খাদেমুল ইসলাম, শাহারুল ইসলাম, ফিরোজ খাঁন।
এছাড়াও উপস্থিত ছিলেন সুমি আক্তার, সাইদুর রহমান, নাজমুস সাকিব, লিটন কুমার, বিল্লাল হোসেন, শাহাজাহান আলী, জাহিদুল ইসলাম, শ্রীমতী বিজলী বাঁশফোড় প্রমুখ।
মানববন্ধনে সাবেক উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার নজরুল ইসলাম তার বক্তব্যে বলেন, আমাদের সহকর্মী নাটোর সদরের উপসহকারী কৃষি অফিসার ইসরাত জাহান ইমনের হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আমরা এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।