আভা ডেস্কঃ নাটোরের সিংড়ায় ৫০ কেজি গাঁজাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়ার জামতলী বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- কুমিল্লার মুরাদনগরের গোকুলনগর গ্রামের আবুল খায়েরের ছেলে জিলানী (২৪) ও একই জেলার ভাংগড়া গ্রামের মৃত শাহাআলমের ছেলে আনিচ মিয়া (৩৮)।
র্যাব সূত্র জানায়, শনিবার ভোরে জামতলী বাজার এলাকায় র্যাব-৫ এর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেনের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। জব্দ করা হয় একটি ট্রাক।
পরে আটককৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, জব্দকৃত গাঁজা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিশেষ কায়দায় প্লাস্টিকের খালি ক্যারেটের ভেতরে বস্তায় স্কচটেপ মুড়িয়ে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
সিংড়া থানার ওসি নুর-এ-আলম সিদ্দিকী বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করেছে র্যাব ।