নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: চলতি বোরো মৌসুমে সারের বাজার ব্যবস্থাপনা বিষয়ে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ ই এপ্রিল (মঙ্গলবার) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোসা. লায়লা আঞ্জুমান বানু’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন. উপজেলা কৃষি কর্মকর্তা গাজিউল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায়, অতিরিক্ত কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশিকুর রহমান, শর্মিলী ইসলাম, সমবায় কর্মকর্তা ঝর্না রানী দেবনাথ, বুড়ইল ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান, নন্দীগ্রাম (সদর) ইউপি চেয়ারম্যান রেজাউল করিম কামাল, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, বিসিআইসি’র ডিলার নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি ও উপজেলা সারও বীজ মনিটরিং কমিটির সদস্য মোখলেছার রহমান, বিএডিসি’র নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি ও উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য জাহিদুর রহমান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা জাকিরুল ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা জহুরুল ইসলাম প্রমুখ।