নন্দীগ্রাম (বগুড়) প্রতিনিধিঃ বগুড়া জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ও নন্দীগ্রাম উপজেলা সভাপতি মরহুম হাজী নুরুল আমিন বাচ্চুর রুহের মাগফিরাত কামনায় উপজেলা জাতীয় পার্টির তিনদিনের শোক কর্মসূচির অংশ হিসেবে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে।
২৯ শে জুলাই (বৃহস্পতিবার) বাদ আছর পৌর সদরের কলেজ জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দয়ার সঞ্চালনায় দোয়াপূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা জাপার যুগ্ম আহবায়ক এমএ গনি সরকার। উপজেলা জাপার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসান মাফুর ব্যবস্থাপনায় আয়োজিত দোয়া মাহফিলে জেলা জাপার যুগ্ম সদস্য সচিব আরিফুল ইসলাম শহিদ, জেলা জাপানেতা শফিকুল ইসলাম সুইট, বগুড়া সদর উপজেলা জাপানেতা জাহাঙ্গীর আলম, জেলা জাতীয় যুবসংহতি নেতা শরিফুল ইসলাম বাবু, জেলা জাতীয় তরুণ পার্টির আহবায়ক সুলতান মাহমুদ কনক, নন্দীগ্রাম পৌর জাপার আব্দুল আজিজ মাষ্টার, উপজেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা জাতীয় যুব সংহতির সাবেক সভাপতি ডা. রাসেল মাহমুদ, মিজানুর রহমান মুকুল উপস্থিত ছিলেন। দোয়া শেষে খাবার বিতরণ করা হয়। পরে মরহুমের কবর জিয়ারত করেন নেতারা। এরপর বাদ মাগরিব পুরাতন বাজার জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।