নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে। প্রাপ্ত তথ্যে জানা যায়, গত ১৪ ই আগস্ট (রবিবার) বেলা সাড়ে ১২টার দিকে নন্দীগ্রাম উপজেলার ২নং নন্দীগ্রাম (সদর) ইউনিয়নের গোছন গ্রামের (পাঁচঘটি) দক্ষিণ পাড়ার মোঃ বিপ্লব হোসেন আকন্দের মেয়ে মায়া মণি (২) পুকুরের পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বেলা সাড়ে ১২টার দিকে মায়া মণি বাবা-মায়ের অজান্তেই পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির নিকট (পাঁচঘটি) পুকুরে শিশু মায়া মণি’র লাশ ভেসে উঠে।
শিশু মায়া মণি’র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ৫ নং ওয়ার্ডের স্থানীয় ইউপি সদস্য মোঃ আব্দুল হামিদ প্রামাণিক।