নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ সারাদেশে শিশু, কিশোর ও নারী নির্যাতন এবং ধর্ষনের প্রতিবাদে বগুড়ার নন্দীগ্রামে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১ টায় স্থানীয় বাসষ্ট্যান্ডে কালের কন্ঠ শুভসংঘ উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
শুভসংঘ উপজেলা শাখার সভাপতি হাকীম এমএ মান্নানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবু তৌহিদ রাজীবের সঞ্চনালয় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফজলুর রহমান, সাধারন সম্পাদক বকুল হোসেন, কালের কন্ঠ’র উপজেলা প্রতিনিধি ফিরোজ কামাল ফারুক, উপজেলা স্কাউটসের সহকারী কমিশনার এফ এম এ সোবাহান, শুভসংঘের সদস্য রাব্বী হাসান, রিপন, সৌরভ প্রমূখ।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। ধর্ষণ-নারী নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদে জানিয়ে অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান বক্তারা। এছাড়া সুষ্ঠু বিচারের দাবিসহ নারী নির্যাতনের বিরুদ্ধে সব মহলকে সচেতন হওয়ার আহবান জানানো হয়।