নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে ডেরাহার উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে ২৪ শে ফেব্রুয়ারী (সোমবার) বেলা সাড়ে ১১ টায় বিদ্যালয় চত্বরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: জহুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি জামাল হোসেন, সাবেক সভাপতি ও নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবে সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আল আফরুজ মামুন, ডেরাহার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খালেকছুর রহমান, সাবেক শিক্ষক আব্দুল জোব্বার, ইউপি সদস্য আব্দুল হামিদ প্রাং, আব্দুর রশিদ, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, মাহমুদুল হাসান, পারভিন আখতার, জেমি খাতুন, আব্দুল ওহাব, অভিভাবক সদস্য গোলাম রব্বানী, শিক্ষক প্রতিনিধি সাইফুদ্দিন তারেক প্রমুখ।
পরে এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মোয়াজ্জেম হোসেন লেবু।