নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। ২৬শে জুন (বৃহস্পতিবার) সরকারি নির্দেশনা অনুযায়ী ও স্বাস্থ্যবিধি মেনে সকাল ১০টা থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা গেছে এবছর উপজেলায় এইচএসসি, আলিম ও এইচএসসি (বিএমটি) পরীক্ষায় ৩ টি কেন্দ্রে ১১শ ৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রথম দিনের পরিক্ষায় তিনটি কেন্দ্রে ১৪ জন পরিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
পরীক্ষা চলাকালীন সময়ে নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ, নন্দীগ্রাম সরকারি মহিলা ডিগ্রী কলেজ ও দামগাড়া সিদ্দিকিয়া সিনিয়র ফাজিল স্নাতক ডিগ্রী মাদ্রাসা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. লায়লা আঞ্জুমান বানু।
ঐ সময় নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোজাহারুল ইসলাম সহ কেন্দ্র সচিবরা উপস্থিত ছিলেন। ইউএনও মোসা. লায়লা আঞ্জুমান বানু সাংবাদিকদের বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে এবারে এইচএসসি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। কোমলমতি শিক্ষার্থীদের এইচএসসি ও সমমানের পরীক্ষা দেওয়ার জন্য সব ধরনের সুবিধা নিশ্চিত করা হয়েছে।