নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নির্বাচন কমিশন ঘোষিত ৪র্থ ধাপে ইউপি নির্বাচনের তফশিল অনুযায়ী মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ের শেষ দিন ২৯শে নভেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নন্দীগ্রাম উপজেলার ৪টি ইউনিয়নের প্রার্থীদের দাখিলকৃত মনোনয়ন পত্র যাচাই বাছাই সম্পন্ন হয়েছে।
উপজেলা নির্বাচন অফিস ও রিটানিং কর্মকর্তা সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, ২নং নন্দীগ্রাম সদর ইউনিয়নে ১নং ওয়ার্ডে ১জন সাধারণ সদস্য ও ৫নং ভাটগ্রাম ইউনিয়নে ১জন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করেছে রিটানিং কর্মকর্তা। উপজেলার ৪টি ইউনিয়নের ২নং নন্দীগ্রাম সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪জন, সাধারণ সদস্য পদে ৩২জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২জন, ৩নং ভাটরা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫জন, সাধারণ সদস্য পদে ৩৬জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১জন, ৪নং থালতামাঝগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬জন, সাধারণ সদস্য পদে ২৫জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৭জন, ৫নং ভাটগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫জন, সাধারণ সদস্য পদে ৩৬জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৫জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছেন উপজেলা রিটানিং কর্মকর্তা।
উল্লেখ্য, ৪র্থ ধাপে ইউপি নির্বাচনে আগামী ৩-৫ ডিসেম্বর আপিল নিষ্পত্তি, ৬ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহার, ৭ ডিসেম্বর প্রতিক বরাদ্দ ও ২৬ডিসেম্বর ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।