নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে গত ১২ই অক্টোবর সকাল ১০টায় নন্দীগ্রাম উপজেলা পরিষদের হলরুমে মাসিক আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতারের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আক্তার বানু, কৃষি অফিসার আদনান বাবু, ওসি (তদন্ত) আব্দুর রশিদ, মেডিক্যাল অফিসার ইকবাল মাহমুদ লিটন, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম, সমাজ সেবা অফিসার আঃ মোমিন, মহিলা বিষয়ক অফিসার খালেদা ইয়াসমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আবু তাহের, ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মাদ, প্রভাষক আঃ বারী বারেক, মোরশেদুল বারী, আব্দুল মতিন, আবুল কালাম আজাদ, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন প্রমুখ।
অপরদিকে বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতারের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম, নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার আহম্মেদ রাজিউর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পূজা উদযাপন কমিটির সভাপতি দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আক্তার বানু, কৃষি অফিসার আদনান বাবু, ওসি (তদন্ত) আব্দুর রশিদ, মেডিক্যাল অফিসার ইকবাল মাহমুদ লিটন, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম, সমাজ সেবা অফিসার আঃ মোমিন, মহিলা বিষয়ক অফিসার খালেদা ইয়াসমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আবু তাহের, ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মাদ, প্রভাষক আঃ বারী বারেক, মোরশেদুল বারী, আব্দুল মতিন, আবুল কালাম আজাদ, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুকুমার রায়, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন প্রমুখ। সভা থেকে পূজা মন্ডপে আইন শৃংখলা পরিস্থিতি সঠিক ভাবে পালন করা জন্য বিভিন্ন দিক নিদের্শনা দেওয়া হয়। উলেখ্য, নন্দীগ্রাম উপজেলা এবার ৪৫টি পূজা মন্ডপে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হবে।