আভা ডেস্কঃ চলচ্চিত্র নির্মাতা ইফতেখার চৌধুরী ‘খোঁজ দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন। এরপর ‘দেহরক্ষী’, রাজত্ব’, ‘অ্যাকশন জেসমিন’, ‘ওয়ান ওয়ে’, ‘বিজলী’ সিনেমা নির্মাণ করেন। সাধারণত তার নির্মিত সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করেন ইয়ামিন হক ববি। এবার এই নির্মাতা ববির বলয় ভেঙে নতুন নায়িকা নিয়ে সিনেমা নির্মাণ করছেন।
আজ (১৬ আগস্ট) রাজধানীর একটি রেস্তোরাঁয় এই সিনেমার নাম ও নতুন নায়িকাকে পরিচয় করিয়ে দিতে সাংবাদিকদে মুখোমুখি হবেন ইফতেখার চৌধুরী। সিনেমাটি পরিচালনার পাশাপাশি প্রযোজনাও করবেন এই নির্মাতা।
ইফতেখার চৌধুরী বলেন, ‘করোনার কারণে দীর্ঘ পাঁচ মাস ঘুমিয়ে কাটিয়েছি। সিনেমার কাজ শুরু করার মতো পরিবেশ তৈরি হয়েছে। নতুন একটি সিনেমার কাজ শুরু করবো। পরিচালনার পাশাপাশি এটি প্রযোজনাও করছি। এতে নতুন একজন নায়িকা নিচ্ছি। আজ সিনেমার নাম ও নতুন নায়িকার সঙ্গে পরিচয় করিয়ে দেব। দশদিন পরে সিনেমার মহরত করে শুটিং শুরু করবো।
মহামারি শুরুর আগে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে নতুন একটি সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ করিয়েছিলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে। কিন্তু সিনেমাটির শুটিং এখনো শুরু হয়নি। ইফতেখার চৌধুরীর এ সিনেমায় নায়ক হিসেবে কে থাকছেন তা জানানো হয়নি।