আভা ডেস্কঃ দেশব্যাপি ২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি-জামায়াত জোট সরকারের মদদে সিরিজ বোমা হামলার প্রতিবাদ ও এর নেপথ্যের চিহ্নিত কুশীলবদের বিচারের দাবীতে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উদ্যোগে আজ মঙ্গলবার সকাল ১০টায় সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের বীর মুক্তিযোদ্ধা নওশের আলী। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি শাহীন আকতার রেনী, বদরুজ্জামান খায়ের, যুগ্ম সম্পাদক আহ্সানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, মতিহার থানা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল মান্নান, নগর কৃষক লীগ সভাপতি রহমতউল্লাহ সেলিম, নগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক জেডু সরকার, নগর মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা মিতু, নগর যুব মহিলা লীগ সভাপতি অ্যাড. ইসমত আরা। সঞ্চালনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আসলাম সরকার।
এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, ১৯৭১ সালের স্বাধীনতার পর থেকে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে নসাৎ করে ধর্মান্ধ দেশ গড়ার জন্য মৌলবাদীরা অনেক চক্রান্ত করেছেন। কিন্তু সকল বাধা অতিক্রম করে জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে দেশ আজ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। ২০০৫ সালের এই দিনে জঙ্গি গোষ্ঠিরা সারাদেশে ৫০০ টি বোমা হামলা করেছিলো। কিন্তু জনগণেন রায়ে আজ তারা ক্ষমতার বাইরে। তারা আশায় বুক বেঁধেছে এ দেশকে জঙ্গি রাষ্ট্র তৈরী করবে। দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এখন আমরা সবাই প্রস্তুত আছি, কোনভাবেই রাজাকার-আলবদরদের বংশদরদের ক্ষমতায় দখল করতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, আমরা সজাগ থাকলে ও বঙ্গবন্ধুর আদর্শে ঘরে ঘরে দূর্গ গড়ে তুলতে পারলে মৌলবাদী, রাজাকার-আলবদররা দেশের মানুষকে বিভ্রান্ত করতে পারবে না।