নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী নগরীর অদূরে পবা উপজেলার দামকুড়ায় মাদক দিয়ে ফাঁসাতে গিয়ে জনতার হাতে আটক পুলিশ সদস্যকে ক্লোজড করা করা হয়েছে। মঙ্গলবার রাতেই তানজিল নামের ওই পুলিশ কনস্টেবলকে প্রত্যাহার করে নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন দামকুড়া থানার ওসি আব্দুল লতিব। তিনি জানান, ওই পুলিশ সদস্যেরে বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে ওই ঘটনায় স্থানীয়রা একজন এসআইকে জড়ালেও তার কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি, মর্মে জানান ওসি।
উল্লেখ যে , গত মঙ্গলবার রাত নয়টার দিকে দামকুড়া থানার এক এসআই ও কনস্টেবল তানজিল এবং থানার দালাল স্থানীয় সাব্বির নামের এক যুবককে সঙ্গে নিয়ে জনতা ব্যাংকের ভবনের সিঁড়িতে গিয়ে গাঁজা কাটছিলেন দালাল সাব্বির । এসময় ওই ভবনের মালিক কে ছেলে তারেক রহমান দেখে ফেলে তার প্রতিবাদ জানান।
এতে ক্ষিপ্ত হয়ে এসআই এবং থানার দালাল সাব্বির সেই গাজা তারেকের পকেটে জোর করে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেন। এসময় তারেক ক্ষিপ্ত হয়ে স্থানীরা মিলে এসআইকে ধরে পেটাতে থাকেন। একপর্যায়ে খবর পেয়ে নজরুল ইসলামের বাড়ির নিচের মার্কেটের কেঁচি গেইট বন্ধ করে রাখে।
খবর পেয়ে থানার ওসি আব্দুল লতিব ঘটনাস্থলে গেলে তিনিও জনতার রোষানলে পড়েন। পরে জনতা পিটিয়ে এসআই এবং থানার দালাল সাব্বিরকে পুলিশের হাতে তুলে দেন। এরপর ওই দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে জনতা রাত পৌনে ১১টা পর্যন্ত থানা ঘেরাও করে রাখেন।