তানোর রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর তানোর উপজেলার তালন্দ উত্তরপাড়া নিজ গ্রামে তার বাসার পার্শ্বে তাল গাছের ডাল কাটতে উঠে অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে নয়টার দিকে তাল গাছে ওঠে ডাল কাটার সময় গাছের ওপরে তিনি মারা গেছেন।ডাল কাটার সময় তার কমরে দড়ি বাঁধা ছিল যাত তিনি ফসকে পড়ে না যান, তবুও তিনি মৃত্যুর হাত থেকে রেহাই পান নি। নিহত অবসরপ্রাপ্ত শিক্ষকের নাম মোহাম্মদ গিয়াস উদ্দিন। তার বাড়ি তানোর উপজেলার তালন্দ উত্তরপাড়া গ্রামে। তিনি পুঠিয়া বেলপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তাঁর মৃত্যু তে এলাকায় শোকের ছোঁয়া নেমে এসেছে।
এ বিষয়ে তানোর থানা অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিঞা বলেন, ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি গাছেই মারা গেছেন। পরে স্থানীয়রা টের পেয়ে গিয়াস উদ্দিনের লাশ গাছ থেকে দড়ি দিয়ে বেধে নিচে নামিয়ে আনেন। পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিক্ষকের লাশ তার পরিবারের নিকট হস্তান্তর হরা হয়েছে।