আভা ডেস্কঃ আগুনে পুড়েছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ভবনের ১০ তলায় ১০৯ নম্বর কেবিন। প্রায় ১৭ মিনিটের চেষ্টায় আগুন নির্বাপণ করেছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, বুধবার বিকেল ৫টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পায় তারা। সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে আগুন নির্বাপণ করা হয়।
এর আগে গত ১৭ মার্চ আগুনে পুড়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। ওই সময় রোগীদের স্থানান্তরের সময় তিন জনের মৃত্যু হয়।
গত বছরের ৭ জানুয়ারি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুরোনো ভবনের চতুর্থ তলায় আগুন ধরে। তবে ১৫ মিনিটের ওই আগুনে কোনো হতাহত হয়নি।