নিজস্ব প্রতিনিধিঃ জয়পুরহাটে ১২৩ বোতল ফেন্সিডিল ও ছয় কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
২৮ এপ্রিল বুধবার জয়পুরহাট সদর থানার চকবরকত পুলিশ ফাঁড়ি এই অভিযান পরিচালনা করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, জয়পুরহাটে মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে জয়পুরহাট সদর থানার চকবরকত পুলিশ ফাঁড়ির এসআই(নিঃ) মোঃ জামিনুর রহমান এবং সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে জানাতে পারে, জয়পরহাট থানার ধলাহার ইউনিয়নের বামকৃষ্ণপুর মোঃ বাবলু হোসেন এর বাড়ির পশ্চিম পার্শে কিছু লোক মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। সংবাদ পেয়ে উক্ত স্থানে পুলিশ উপস্থিত হলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা কালে তাৎক্ষনিক আটক করে তল্লাশী করে ১২৩ বোতল ফেন্সিডিল এবং ০৬(ছয়) কেজি শুকনা গাঁজা উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ মাহবুব আলম (৩২), পিতা- মৃত আব্দুল মমিন এবং মোঃ হাবিবুর রহমান (২০), পিতা- মোঃ আলম মন্ডল, উভয় গ্রাম- পশ্চিম কড়িয়া লকমা, থানা- পাঁচবিবি, জেলা- জয়পুরহাট।