জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশ কর্তৃক ২৫০(দুইশত পঞ্চাশ) বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
জয়পুরহাট জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির (পিপিএম) এর দিক নির্দেশনায় এবং ওসি ডিবি এর সার্বিক তত্ত্বাবধানে জয়পুরহাট জেলার ডিবি পুলিশের এসআই মোঃ তোজাম্মেল হোসেন এবং সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট থানার পুরানাপৈল ইউনিয়নের পুরানাপৈল বাজার এলাকা হইতে ২৫০ বোতল ফেন্সিডিলসহ একজনকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত হলো- মোঃ রিপন সরদার @ ছামি(২২), পিতা-মোঃ বাবু সরদার, গ্রাম-নাকুর গাছী, থানা-পাঁচবিবি, জেলা- জয়পুরহাট।
আটক এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলেও নিশ্চিত করেছে জেলা পুলিশ ।