জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে গত ২৪ ঘন্টায় নতুন করে ১৬ জন করোনা আক্রান্ত বা পজিটিভ হয়েছে । আক্রান্তদের মধ্যে একজন পুলিশের এএসআই আছেন। এ নিয়ে রবিবার পযর্ন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ২৩০ জনে ।
রবিবার জেলা সিভিল সার্জন ডা. সেলিম মিঞা এ সব তথ্য জানিয়েছেন।
তিনি আরো জানান, আক্রান্তদের মধ্যে ৬ জন পলাতক আছেন । পালিয়ে থাকা করোনায় আক্রান্ত এই ৬ রোগীর সন্ধান না পাওয়ায় তাদের সুস্থতার (চিকিৎসার) জন্য হাসপাতাল বা আইসোলেশন সেন্টারে পাঠানো সম্ভব হচ্ছে না। এতে মৃত্যুসহ তাদের মাধ্যমে অন্যদের মধ্যে করোনা আক্রান্তের ঝুঁকি ও আশঙ্কা বাড়ছে।