জয়পুরহাট প্রতিনিধিঃ “মুজিব বর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে জয়পুরহাট জেলায় ৩১ অক্টোরব শনিবার সকাল ১০.০০ ঘটিকায় কমিউনিটি পুলিশিং ডে-২০২০ উপলক্ষে ব্যান্ডপার্টিসহ বিভিন্ন শ্রেণী পেশা জীবি মানুষের সমেত পুলিশ সুপারের কার্যালয়ের সামনে হতে বর্ণাঢ্য র্যালী শুরু হয়ে পুলিশ লাইন্স শেষ হয়।
পরে পুলিশ লাইন্স ড্রিলশেডে কমিউনিটি পুলিশিং ডে-২০২০ উপলক্ষে “আলোচনা সভা” অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডঃ সামছুল আলম দুদু, মাননীয় সংসদ সদস্য জয়পুরহাট-১।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ সালাম কবির(পিপিএম), পুলিশ সুপার, জয়পুরহাট।