শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃজাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম কেন্দ্রীয় কমিটির নির্দেশে বগুড়া জেলা শাখার মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার সকাল ১০ টায় শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ ও বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়। উক্ত বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক খোরশেদ আলম কাজল। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সোহেল রানাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক খোরশেদ আলম কাজল বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন,গাছ বায়ুমন্ডলের ক্ষতিকর কার্বন-ডাই-অক্সাইড গ্রহণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং ভূমিক্ষয় রোধ ও ঝড়-ঝাপটা থেকে ঘরবাড়িকে রক্ষা করার পাশাপাশি আয়েরও একটি ভালো উৎস।
উল্লেখ্য জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম বগুড়া জেলা শাখার উদ্যোগে মাসব্যাপী বগুড়া জেলার বিভিন্ন উপজেলায় প্রায় পাঁচ শতাধিক বৃক্ষরোপণ কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়েছিল।