আভা ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) মোহা. শফিকুল ইসলাম বলেছেন, শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নেই। তারপরও শঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ জঙ্গিরা অনলাইনে এখন সক্রিয় আছে।
রোববার (১০ অক্টোবর) পুরান ঢাকার ঢাকেশ্বরী মন্দিরের নিরাপত্তা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
কমিশনার বলেন, ‘পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে। পূজা কমিটির সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিত করেছে।’
তিনি জানান, মন্দিরগুলোকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। ঢাকা শহরের বড় মন্দিরগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে। সিসিটিভির কন্ট্রোল রুম খোলা হয়েছে। ছোট মন্দিরগুলোতে পুলিশের মোবাইল টিম কাজ করছে।
পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ‘প্রতিটি মণ্ডপ ও আশপাশে সাদা পোশাকে ডিবি-এসবি এনএসআই দিয়ে সমন্বিতভাবে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে।’
সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘করোনা পরিস্থিতি সংক্রমণের হার কমে আসলেও আমাদের স্বাস্থ্যবিধির কথা ভুলে গেলে চলবে না। উৎসব অবশ্যই পালন করবো, তবে তা যেন সংক্রমণ বৃদ্ধির কারণ না হয়। যারা বয়স্ক এবং কমপক্ষে এক ডোজ টিকা নেননি তাদের পূজামণ্ডপে না আসার অনুরোধ করছি।’