আভা ডেস্কঃ করোনার চিকিৎসা সরঞ্জাম কেনায় দুর্নীতির অভিযোগে জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রী ওবাদিয়াহ মোয়োকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার একথা জানিয়েছে দেশটির দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠান। শনিবার আদালতে বিচারকাজ শুরু হবে তার।
প্রায় ৬ কোটি মার্কিন ডলার মূল্যের জরুরি চিকিৎসা সরঞ্জাম কেনার ক্ষেত্রে মোয়ো’র বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। এমনটাই জানিয়েছে দেশটির গণমাধ্যম। দেশটির সরকারি কর্মকর্তারা জানান, ড্র্যাক্স ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠানকে অবৈধভাবে করোনার চিকিৎসায় ব্যবহৃত ওষুধ এবং পিপিই সরবরাহ করতে ৪ কোটি ২০ লাখ ডলারের একটি কাজ দেন ওবাদিয়াহ মোয়ো।
ড্র্যাক্স ইন্টারন্যাশনাল কোন ফার্মাসিউটিক্যাল কোম্পানি নয়, বরং সাধারণ একটি পরামর্শক প্রতিষ্ঠান জানার পরও প্রতিষ্ঠানটিকে টেন্ডার পাইয়ে দেয়ার অভিযোগ ওবাদিয়াহ মোয়োর বিরুদ্ধে।