নিজস্ব প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে ১২৪৬ বোতল ফেন্সিডিলসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে র্যাব-৫, সিপিসি-১ ক্যাম্পের একটি টিম।
ঘটনার বিবরণে প্রকাশ, র্যাব-৫, রাজশাহী দীর্ঘদিন যাবৎ দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ব্যবসায়ী, চোরাকারবারী ও মাদক পাচারকারী চক্রের সক্রিয় সদস্যদের হাতেনাতে গ্রেফতার করার লক্ষ্যে কঠোর গোয়েন্দা নজরদারী অব্যাহত রেখেছে। র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহবাজপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড শিয়ালমারা মধ্যপাড়া গ্রামস্থ জনৈক মোঃ মশালের দোকানের সামনে মাদকদ্রব্য বিক্রয় করছে। উক্ত সংবাদের ভিত্তিতে উক্ত মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করার লক্ষ্যে র্যাবের অপারেশন দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অদ্য ২৪/০২/২০২১ ইং আনুমানিক ২৩:৫০ ঘটিকায় উপরোক্ত মাদক ব্যবসায়ী ১। মোঃ একরামুল হক (২৭), পিতা- মোঃ এজাবুল হক, সাং-শিয়ালামারা পশ্চিমপাড়া, ওয়ার্ড নং-০১, ইউপি-শাহবাজপুর, থানা-শিবগঞ্জ ও জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে হাতেনাতে আটক করেন। এ সময় তার নিকট থেকে (ক) আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল-১,২৪৬ বোতল (খ) মোবাইল ফোন-০১টি এবং (গ) সীমকার্ড-০২টি সহ উদ্ধার করা হয়।
উক্ত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ ফেনসিডিল সহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় ০১টি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।