নিজস্ব প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ এর সিপিসি-১ ক্যাম্পের অভিযানে ৭৯১ বোতল ফেন্সিডিলসহ তিন জন মাদক ব্যবসায়ী আটক হয়েছে । আটক মাদক ব্যবসায়ীরা হলো, শিবগঞ্জ থানাধীন শাহবাজপুর এলাকার মৃত ইয়াহিয়া হাসানের ছেলে মির্জা বিদার হাসান (২০), রবিউল ইসলামের ছেলে রাকিব (২৬), ও মৃত টিপু সুলতানের ছেলে জাহিদ হাসান (৩০) ।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ৮ সেপ্টেম্বর বিকাল ৪ টার দিকে র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অধিনায়কের সার্বিক পরিচালনায় একটি বিশেষ টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৭৯১ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে হাতে নাতে আটক করেন ।
ঘটনার বিবরণে প্রকাশ, র্যাব-৫, রাজশাহী দীর্ঘদিন যাবৎ দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ব্যবসায়ী, চোরাকারবারী ও মাদক পাচারকারী চক্রের সক্রিয় সদস্যদের হাতেনাতে গ্রেফতার করার লক্ষ্যে কঠোর গোয়েন্দা নজরদারী অব্যাহত রেখেছে। র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন জনৈক মোঃ মির্জা বিদার হাসান (২০), পিতা- মৃত ইয়াহিয়া হাসান, সাং-নলডুবরী (হঠাৎ পাড়া) ৪নং ওয়ার্ড শাহবাজপুর এর বাড়ীর পশ্চিম পাশে ইটের সলিং রাস্তার উপর কতিপয় ব্যক্তিবর্গ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে উক্ত মাদক ব্যবসায়ীদেরকে হাতেনাতে গ্রেফতার করার লক্ষ্যে র্যাবের অপারেশন দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামীদের আটক করেন । এসময় তাদের নিকট হতে ৭৯১ বোতল ফেন্সিডিল, মোবাইল ফোন-০৩টি, সীমকার্ড-০৫টি উদ্ধার করা হয়। উক্ত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ ফেনসিডিল সহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় ০১টি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।