নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় কবির হোসেন (৩১) নামে এক ব্যক্তিকে ১২ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার(১০ ফেব্রুয়ারি) দুপুরে এসময় আদালতে আসামি উপস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ শওকত আলী এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত কবির হোসেন জেলার শিবগঞ্জ উপজেলার তারাপুর ঠুঠাপাড়ার বাসিন্দা।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৮ সালের নভেম্বর মাসের ১৭তারিখে বিকাল ৪:০০ টায় বিনোদপুর এলাকার আলকাছ হোসেনের আমবাগান হইতে আসামী কবির হোসেনকে আটক করে র্যাব ৫।
সেসময় তার কাছ থেকে জব্দ করা হয় দুই হাজার ১৭২৬ পিস ইয়াবা ও একটি মোবাইলসহ ৯৪টাকা।
দুটিমাত্র অভিযুক্ত করে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করে পুলিশ। শুনাশি শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় সমবার এ রায় ঘোষণা দেন আদালত।
সোম ফেব্রু. ১০ , ২০২০
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে ৪৬ জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে মাদক দ্রব্য। রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস। প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, মহানগরীর থানা […]
এই রকম আরও খবর
-
২৫ মে, ২০২৪, ৩:৪৮ অপরাহ্ন
-
২৮ ডিসেম্বর, ২০১৯, ৫:১১ অপরাহ্ন
-
১২ সেপ্টেম্বর, ২০১৮, ৩:০৩ পূর্বাহ্ন
-
১৯ জানুয়ারি, ২০২০, ৯:২৫ অপরাহ্ন
-
৭ ফেব্রুয়ারি, ২০২০, ১১:১৯ অপরাহ্ন
-
২৬ মে, ২০১৯, ৯:৪৯ পূর্বাহ্ন