আভা ডেস্কঃ বলিউড তারকা নাওয়াজউদ্দিন সিদ্দিকী পবিত্র ঈদুল ফিতরের ছুটি মা-বাবা, ভাই-বোনদের সঙ্গে কাটাতে উত্তরপ্রদেশের মুজাফ্ফারাবাদে গ্রামের বাড়িতে গিয়ে দুই সপ্তাহর জন্য হোম কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে।
সরকারের স্বাস্থ্যবিধি অনুযায়ী কেউ এক প্রদেশ থেকে অন্য প্রদেশে গেলে তাকে অবশ্যই ১৪ দিনের কোয়ারেন্টিনে থেকে নমুনা পরিক্ষা করে তার পর পরিবারের সদস্যদের সঙ্গে চলাফেরা করতে পারবে। খবর এনডিটিভির।
তার ওপর নাওয়াজউদ্দিনের এক আত্মীয় কিছুদিন আগে মারা গেছেন। এ কারণে তাদের পরিবারের সবার নমুনা পরীক্ষা করা হয়েছে।
ঈদের জন্য সরকারের বিশেষ পারমিট নিয়ে লকডাউনের মধ্যে রোববার গ্রামের বাড়ি যান। কিন্তু তাতে শর্ত জুড়ে দেয়া ছিল অন্তত দুই সপ্তাহ হোম কোয়ারেন্টিনের।
এ বলিউড তারকার ছোট ভাই আয়াজউদ্দিন গণমাধ্যমকে বলেন, এ বছর এমনিতেই শোক পালনের সময়। কারণ আমাদের পরিবারের এক সদস্যের মৃত্যু হয়েছে সম্প্রতি। তারপরও পবিত্র ঈদ উপলক্ষ্যে পরিবারের সবাই একত্রে মিলিত হই। এটাই আমাদের পরিবারের রেওয়াজ, এতেই আমাদের আনন্দ।