নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বিদ্যুৎ বিড়ম্বনায় সাধারণ জনগণ। প্রচন্ড গরমে আর ঘন ঘন লোডশেডিং এ অতিষ্ঠ জনজীবন। ২৪ ঘন্টায় ৮-১০ ঘন্টা বিদ্যুৎ না পেয়ে উপজেলাবাসী চরম দূর্ভোগ ও দুরাবস্থার মধ্যে জীবন যাপন করছে। ব্যহত হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে পন্য উৎপাদন। কৃষিকাজেও সেচ পেতেও কৃষকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।
এরই মধ্যে কয়েকদিন থেকে প্রচন্ড গরমও দেখা দিয়েছে। গরমের তীব্রতায় এলাকার মানুষ গুলো অসহায় হয়ে পড়েছে। তারা দোয়া ও নফল নামাজ আদায় করে মহান আল্লাহুর দরবারে বৃষ্টির জন্য প্রার্থনা করছেন। বেশির ভাগ সময় রাতে বিদ্যুৎ থাকছে না দিনমজুর খেটে খাওয়া মানুষগুলো রাতে শান্তি করে ঘুমাতে পারছেনা এই লোডশেডিং ও গরমের জন্য।
এদিকে প্রচন্ড গরমের কারণেও বিদ্যুতের চাহিদা বেড়ে যায়। এতে চাহিদা অতিরিক্ত বিদ্যুৎ না পেয়ে লোডশেডিং করতে হয় বলে অফিস কতৃপক্ষ বলছেন। উপজেলাবাসী বলছে, লোডশেডিংয়ের কারণে বৈদ্যুতিক পাখা বন্ধ থাকায় গরমে মানুষের হাসপাস ধরে যাচ্ছে। বর্তমানে যে লোডশেডিং চলছে তা এর আগে কখনো হয়নি, উপজেলাবাসী এটাকে ভয়াবহ লোডশেডিং বলে জানিয়েছেন। এলাকায় বিদ্যুতের আসা যাওয়ার প্রতিযোগিতায় অতিষ্ঠ সাধারণ মানুষ। দিন-রাতে অতিরিক্ত গরম আর বিদ্যুতের লোডশেডিং এর কারণে অধিকাংশ পরিবারের শিশু থেকে বৃদ্ধরা অসুস্থ্য হয়ে পড়ছেন। এছাড়াও লোডশেডিং এর ফলে উপজেলার ক্ষুদ্র মাঝারি শিল্প কলকারখানার উৎপাদন কম হচ্ছে।
এ বিষয়ে গোদাগাড়ী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করা হলে তারা জানান, আমাদের কিছু করার নাই। বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে এ কর্মকর্তা জানান।