নিজস্ব প্রতিনিধিঃ কুড়িগ্রাম পুলিশ সুপারের দিকনির্দেশনায় সমগ্র জেলায় মাদক বিরোধী অভিযান অব্যাহত । এরই ধারাবাহিকতায় ফুলবাড়ি থানা পুলিশ ধরলা ব্রিজ-২ এ চেক পোস্ট করা কালে ১টি পিক আপ আটক করে তল্লাশি করলে ২৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারীকে আটক করেন । আটকরা হলেন, নাটোর জেলার সিংড়া থানার তেরবারিয়া এলাকার আসাদুল জামান (৩৫) ও রবিউল ইসলাম (২০) ।
আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার ।