নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘদিন ধরে করোনাভাইরাসে অসুস্থ থাকার পর সুস্থ হয়েছেন রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল। মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৮ টায় জেলা প্রশাসক নিজেই বিষয়টি নিশ্চিত করেন।
জেলা প্রশাসক আব্দুল জলিল এঁর করোনা উপসর্গ দেখা দিলে গত রোববার (১৬ জানুয়ারি) বিকেল ৪টায় রামেক হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে পরীক্ষায় রিপোর্ট পজিটিভ ধরা পড়ে। পরে হোম আইসোলেশন থেকে চিকিৎসা নেন তিনি।
আজকে সকালে করোনা পরীক্ষার জন্য নমুনা দিলে রামেক হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসে। করোনা থেকে মুক্ত হওয়ায় মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলা প্রশাসক আব্দুল জলিল। রাজশাহী জেলা প্রশাসক হিসেবে যোগদানের পর থেকে করোনা নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মানাতে ও সাধারণ মানুষকে সচেতন করতে তিনি সার্বক্ষণিক মাঠে ছিলেন তিনি।