লাক্স সুপারস্টার হয়ে মিডিয়ায় আসেন চৈতি। এরপর থেকে অভিনয়ের কারণেই দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন তিনি। নিয়মিত অভিনয়ও করে যাচ্ছেন। তবে কণ্ঠশিল্পী হিসেবেও তার পারদর্শিতা আছে। মিডিয়ায় আসার আগে গান শিখেছেন ছোটবেলা থেকেই। সেই অভিজ্ঞতা দিয়ে এখন গায়িকা হিসেবেও সবার সামনে আসছেন তিনি। ‘রিমেমবারেন্স’ শিরোনামে একটি গানে কণ্ঠ দিয়েছেন সুরকার ও সঙ্গীত পরিচালক তন্ময় সামীর সঙ্গে। কিছু দিন আগে রবিন খানের কথা, সুর ও সঙ্গীতে ‘তুমি বীনে’ শিরোনামের আরও একটি গানে কণ্ঠ দেন তিনি। গানগুলো প্রকাশ হওয়ার আগেই প্লেব্যাকে কণ্ঠ দেয়ার প্রস্তাব পেয়েছেন চৈতি। কলকাতার নতুন একটি ছবিতে কণ্ঠ দিচ্ছেন তিনি। নাম চূড়ান্ত না হওয়া ওই ছবিটির গানের কথা, সুর ও সঙ্গীত পরিচালনা করবেন রবিন খান। শিগগিরই গানটির রেকর্ডিং হবে। গান প্রসঙ্গে চৈতি বলেন, ‘সেই ছোটবেলা থেকেই গানের সঙ্গে যুক্ত আমি। অভিনয়ে আসার আগে কণ্ঠশিল্পী হিসেবেই প্রতিষ্ঠিত হওয়ার ইচ্ছা ছিল। সেই ইচ্ছাটা এখন আবার বাস্তবায়নের লক্ষে গানে সময় দিচ্ছি। শ্রোতারা যদি উৎসাহ দেন তাহলে অভিনয়ের পাশাপাশি গান চালিয়ে যেতে চাই।’ অন্যদিকে মাসুদ সেজানের পরিচালনায় ‘ডুগডুগি’ ও ‘খেলোয়াড়’, সাজ্জাদ হোসেন দোদুলের ‘ছায়াবিবি’, মাইনুল ইসলাম খোকনের ‘আম তুমি সে’সহ চৈতি আরও কয়েকটি ধারাবাহিকে নিয়মিত অভিনয় করছেন। পাশাপাশি একখণ্ডের নাটকেও তাকে নিয়মিত দেখা যায়।
Next Post
যথারীতি নায়িকা হিসেবে থাকছেন প্রিয়াঙ্কা চোপড়া।
শনি সেপ্টে. ১ , ২০১৮
বাগদত্তা নিকের সঙ্গে আমেরিকায় একসঙ্গে থাকছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। মধ্য আগস্টে ভারতে নিকের সঙ্গে আংটি বদলের কাজটি সেরে নিয়েছেন। প্রেমিক নিককে সময় দেয়ার জন্য সালমান খানের সঙ্গে ‘ভারত’ নামে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েও সেখান থেকে সরে আসেন। কিন্তু সিনেমা ছাড়া কতদিন বসে থাকা যায়। তাই আবারও সিনেমায় ফেরার ইঙ্গিত […]
এই রকম আরও খবর
-
২২ আগস্ট, ২০১৮, ২:১৯ পূর্বাহ্ন
সানির এই অনুদান ঘিরে গুঞ্জন তুঙ্গে।
-
২১ মে, ২০২০, ৭:২০ অপরাহ্ন
করোনার মধ্যেই বাগদান সেরে ফেললেন বাহুবলী তারকা ।
-
৮ ফেব্রুয়ারি, ২০২০, ১০:১৯ অপরাহ্ন
ভারতীয় এক ক্রিকেটারের প্রেমে পড়েছেন আনুশকা ।
-
১৪ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৪৬ অপরাহ্ন
‘ভেরি রিসেন্টলি’ নামের নাটকে অপুর্ব ও তিশা ।
-
৭ জুলাই, ২০১৮, ৫:০৬ পূর্বাহ্ন
আই উইল কল ইউ অ্যান্ড উইল ওয়ার্ক টুগেদার!
-
২ আগস্ট, ২০১৯, ১০:১১ অপরাহ্ন
মাটির গর্ত থেকে উদ্ধার ৬০ বছরের বৃদ্ধা।