ঈদ উল আযহারের আগেই ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বনলতা এক্সপ্রেস চালু হবে _————: রেলপথমন্ত্রী সুজন

সম্পাদকীয় ডেস্কঃ আগামী ঈদ-উল আযহারের আগেই ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী আন্ত:নগর বনলতা এক্সপ্রেস চালু করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-নেতৃত্বে সারাদেশে উন্নয়নের অগ্রযাত্রা ধাবিত হচ্ছে। এর অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ বন্দরসহ দেশের যেসব এলাকায় এখনো রেল চালু হয়নি, সেসব এলাকায় অতিদ্রুত রেলপথ চালু করার উদ্যোগ নিয়েছেন। সে সাথে চাঁপাইনবাবগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি বিরতিহীন ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ আনঃনগর ট্রেন বনলতা এক্সপ্রেস আসন্ন ঈদের আগেই চালু হবে। শুক্রবার সকালে সোনামসজিদ স্থলবন্দর পরিদর্শন শেষে স্থলবন্দর শ্রমিক লীগের আয়োজিত মতবিনিমিয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, যে দেশ যত উন্নত, সে দেশের রেলপথও তত উন্নত। তাই দেশের রেলপথ উন্নয়নের জন্য বর্তমান সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাচ্ছে।
রেলপথমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন বলেন, চাঁপাইনবাবগঞ্জবাসীর আকাঙ্খা পূরণ করতে সোনামসজিদ স্থলবন্দরের রেল সম্প্রসারণের কাজ অতিদ্রুত শুরু হবে। সে সাথে পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে সমঝোতা হলে সোনামসজিদের বিপরিতে ভারতের মহদীপুর থেকে মালদা পর্যন্ত রেল লাইস স্থাপন সম্ভব হবে। আর এতে করে সোনামসজিদ বন্দর আরো এক ধাপ এগিয়ে যাবে।
স্থলবন্দর শ্রমিক লীগের আয়োজিত শাহবাজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহা. নিজামুল হক রানার সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মঈনুদ্দিন মন্ডল, সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি, রাজশাহী সংরক্ষিত আসনের সংসদ সদস্য আদিবা আনজুম মিতা, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক, জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান ও শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামসহ অন্যরা।
রেলপথমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন আরো বলেন, রেলপথ নিরাপদ, সাশ্রয়ী ও আরামদায়ক বাহন। সেই যেনো মানুষ রেলপথে মানুষ চলাচল করতে পারে। ভারতকে উহদারণ দিয়ে মন্ত্রী বলেন, ওই দেশের পরিবাহন সিংহভাগ মানুষ রেলপথে চলাচল করে। কিন্তু বাংলাদেশ এর সমানতলে আমাদের রেল ব্যবস্থা গড়ে তোলা হয়নি। আজকে আমরা নি¤œ আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশের দিকে যাচ্ছি। আজকে আমাদের খাদ্যের অভাব নেই, বস্ত্রের অভাব নেই। আমাদের শিক্ষার জন্য ভিডিও করছি, যেনো শতভাগ মানুষকে শিক্ষা দিতে পারি। সাধারণ শিক্ষা ব্যবস্থার জন্য বিনামূল্যে বই দেয়া হচ্ছে। কৃষিখাতে ভূর্ক্তি দেয়া হচ্ছে। ধানের দাম একই আছে। যা আজকে বাংলাদেশ খাদ্যে সয়ঃসম্পূর্ণ।
রেলপথমন্ত্রী বিএনপি ও জামায়াতের উদ্দেশ্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। দেশের উন্নয়নের স্বাধীনতা সংগ্রাম করেছেন। কিন্তু এদেশের স্বাধীনতা বিরোধী শক্তি, রাজাকার আলবদরের দল, তারা বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশর মানুষের আশা-আকাঙ্খাকে হত্যা করা হয়েছিল। আর এই উন্নয়নধারা অব্যহত রাখতেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অগ্রযাত্রী হয়ে দেশের উন্নয়নের কাজ করছেন। আমরা আজকে বাংলাদেশের ১৬ কোটি মানুষ ঐক্যবদ্ধ। ইতোমধ্যে আমাদের যে উন্নয়নের ধারা আজকে পৃথিবীর এই অঞ্চলের আমাদেও উন্নয়নের যে ধারা বর্তমানের অর্থনৈতিকভাবে ১ নম্বরের উন্নয়নের ধারা রোল মডেলে বাংলাদেশ। পরে রেলপথ মন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন পরিদর্শন এবং আনঃনগর ট্রেন চালুর ব্যাপারে স্টেশন এলাকায় অগ্রগতি দেখভাল করেন।
উল্লেখ্য, রেলপথ মন্ত্রী ৩ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত যশোর, খুলনা, বাগেরহাট, নাটোর, রাজশাহী, পঞ্চগড় এবং নীলফামারী জেলা সফরের অংশ হিসেবে শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ সফরে আসেন তিনি।

Next Post

রংপুরে চোলাই মদপানে ৫ জনের মৃত্যু

শনি জুলাই ৬ , ২০১৯
রংপুর প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে তিন দিনে চোলাই মদপান করে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আরও দুইজন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তবে তাদের পরিবার মদপানে মারা যাওয়ার বিষয়টি অস্বীকার করেছে। এলাকাবাসী জানায়, গত সোমবার সন্ধ্যায় হারাগাছের ধুমগড়া গ্রামের মৃত আব্বাছ আলীর ছেলে আমরুল ইসলাম (৪০), ক্যালেনটারী গ্রামের মৃত […]

Chief Editor

Johny Watshon

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur

Quick Links