ইতিহাসের আজকের দিন, ভোরের আভা পাঠকদের জন্য তুলে ধরা হলোঃ

আভা ডেস্কঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়— যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানব সভ্যতার আশীর্বাদ-অভিশাপ।

ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে ভোরের আভার পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের আজকের দিন’।

২০ জুন ২০২০, শনিবার। ০৬ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
৬৩৮- মসজিদ নববীর প্রথম সম্প্রসারণ কাজ শুরু হয়।
১৭০২- মুহাম্মদ বিন কাসিম সিন্ধু প্রদেশে অভিযান পরিচালনা করেন।
১৭৫৬- অন্ধকূপ হত্যা সংঘটিত হয়।
১৭৫৬- ইংরেজদের কাছ থেকে নবাব সিরাজউদ্দৌলার কলকাতা পুনরুদ্ধার।
১৮৩৭- রানি ভিক্টোরিয়ার সিংহাসনে আরোহন।
১৮৫৮- গোয়ালিয়র দুর্গ ব্রিটিশের দখলে গেলে সিপাহী বিদ্রোহের অবসান ঘটে।
১৮৭৫- জাপান প্রশান্ত মহাসাগরে অবস্থিত ওকিনাওয়া দ্বীপ দখল করে।
১৯১২- পোল্যান্ডের বিজ্ঞানী ডক্টর কাসিমির ফুঙ্ক প্রথমবারের মতো ভিটামিন আবিষ্কার করতে সক্ষম হন।
১৯৪৭- বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে বাংলা ভাগের প্রস্তাব গৃহীত।
১৯৭৬- ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের মুকুট জয় করেছিল চেকোস্লাভিয়া।
১৯৯০- ইরানের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিতি গিলান ও জানযন শহরে সাত দশমিক তিন মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে ৫০ হাজারেরও বেশি ইরানি প্রাণ হারান।
১৯৯১- পাকিস্তানি তরুণ প্রকৌশলী শাকিল হানাফি পৃথিবীতে সবচেয়ে হালকা বিমান প্রদর্শনের কৃতিত্ব অর্জন করেন।

জন্ম
১৬৬০- বিখ্যাত ইংরেজ লেখক ড্যানিয়েল ডিফো।
১৯০৯- লেখক ও রাজনীতিবিদ পূর্ণেন্দু দস্তিদার।
১৯১১- কবি সুফিয়া কামাল।

বরিশালের শায়েস্তাবাদে মামার বাড়িতে তার জন্ম। তার বাবা কুমিল্লার বাসিন্দা ছিলেন। যে সময়ে সুফিয়া কামালের জন্ম তখন বাঙালি মুসলিম নারীদের গৃহবন্দি জীবন কাটাতে হতো। স্কুল-কলেজে পড়ার কোনো সুযোগ তাদের ছিল না। পরিবারে বাংলা ভাষার প্রবেশ একরকম নিষিদ্ধ ছিল। সেই

বিরুদ্ধ পরিবেশে সুফিয়া কামাল প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ পাননি। তিনি পারিবারিক নানা উত্থান-পতনের মধ্যে স্বশিক্ষায় শিক্ষিত হন। ১৯২৬ সালে তার প্রথম কবিতা ‘বাসন্তী’ সেসময়ের প্রভাবশালী সাময়িকী সওগাতে প্রকাশিত হয়। সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তার সাহিত্যচর্চা চলতে থাকে। ১৯৩৭ সালে তার গল্পের সংকলন কেয়ার কাঁটা প্রকাশিত হয়। ১৯৩৮ সালে তার প্রথম কাব্যগ্রন্থ সাঁঝের মায়ার মুখবন্ধ লেখেন কাজী নজরুল ইসলাম। বইটি বিদগ্ধজনের প্রশংসা কুড়ায়। যাদের মাঝে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। দেশবিভাগের আগে তিনি নারীদের জন্য প্রকাশিত সাময়িকী বেগমের সম্পাদক ছিলেন। ১৯৯৯ সালের ২০ নভেম্বর ঢাকায় সুফিয়া কামাল মৃত্যুবরণ করেন। তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। বাংলাদেশি নারীদের মধ্যে তিনিই প্রথম এই সম্মান লাভ করেন।

১৯৫০- ইরাকের সাবেক প্রধানমন্ত্রী নুরি আল মালিকি।
১৯৬৭- হলিউড অভিনেত্রী, গায়িকা ও মডেল নিকোল কিডম্যান।
১৯৭২- ভারতীয় অভিনেতা রাহুল খান্না।
১৯৭৮- ইংল্যান্ডের তারকা মিডফিল্ডার ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড।

মৃত্যু
৫৮৯- বাইতুল মুকাদ্দাস বিজয়ী গাজী সুলতান সালাহ উদ্দীন আইউবি।
১৭০২- রাজা দাহির। মুহাম্মদ বিন কাশিম সিন্ধু প্রদেশের রওয়ার আক্রমণ করলে রাজা দাহির নিহত হন।
১৯৫০- অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটার কদ জেনিংস।
১৯৮৭- প্রাণীতত্ত্ববিদ ও পক্ষীবিশারদ সালিম আলি।

 

Next Post

দূঃখ প্রকাশ করে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ ।

শনি জুন ২০ , ২০২০
আভা ডেস্কঃ স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে বৃহস্পতিবার (১৮ ‍জুন) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের একটি বক্তব্যকে ঘিরে বিভ্রান্তির সৃষ্টি হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেছেন। শুক্রবার (১৯ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. মো. জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ দুঃখ প্রকাশ […]

Chief Editor

Johny Watshon

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur

Quick Links