আজ ২৬ ডিসেম্বর, এই দিনের অজানা কিছু ঘটনা ।

আভা ডেস্কঃ আজ ২৬ ডিসেম্বর, ২০১৯, বৃহস্পতিবার। ১১ পৌষ ১৪২৬ , ২৮ রবিউস সানি ১৪৪১ হিজরি। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ৩৬০ তম এবং অধিবর্ষে ৩৬১ তম দিন।

এক নজরে দেখে নিই ইতিহাসের এ দিনে বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা:

ঘটনাবলি:

৯০১ – বিখ্যাত গনিতশাস্ত্রবিদ জাবির ইবনে ফুরবার ইন্তেকাল করেন।

১১৩৫ – রাজা স্টিফেনের ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ।

১১৯৪ – জার্মানির সম্রাট দ্বিতীয় ফ্রেডরিক জন্মগ্রহন করেন।

১৫৩০ – ভারত উপ-মহাদেশে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহির উদ্দিন মোঃ বাবর ইন্তেকাল করেন।

১৬২৪ – জ্যোতির্বিজ্ঞানী সাইমন মারিয়াস মৃত্যুবরণ করেন।

১৭৪৮ – দক্ষিণ নেদারল্যান্ডসের ব্যাপারে চুক্তি করে ফ্রান্স ও অস্ট্রিয়া।

১৭৯১ – ব্রিটিশ গণিতজ্ঞ ও কম্পিউটারের উদ্ভাবক চার্লস ব্যাবেজ জন্মগ্রহন করেন।

১৭৯২ – রাজদ্রোহ ও বিশ্বাসঘাতকতার অভিযোগে ফ্রান্সের শেষ রাজা ষোড়শ লুইয়ের বিচার নিয়ে নির্বাচন শুরু হয়।

১৭৯৩ – গেইসবার্গের যুদ্ধে ফ্রান্সের কাছে অস্ট্রিয়ার পরাজয়।

১৮০১ – বাংলা ও মাদ্রাজের জন্য ব্রিটিশদের প্রথম সুপ্রিম কোর্ট গঠন।

১৮০৫ – ফ্রান্স ও অস্ট্রিয়া শান্তিচুক্তি করে।

১৮৩১ – সাহিত্যিক , নাট্যকার ও সমাজ সংস্কারক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও মৃত্যুবরণ করেন।

১৮৬১ – সাহিত্যিক মুন্সী মেহের্বলৱাহর জন্ম ।

১৮৬২ – জাপানি চিত্রশিল্পী কাকুজো ওকাকুরার মৃত্যু।

১৮৮৭ – সমাজতাত্ত্বিক বিনয় কুমার সরকারের জন্ম।

১৮৯৩ – কমিউনিষ্ট চীনের নেতা ও প্রতিষ্ঠাতা মাও সেতুং জন্মগ্রহণ করেন।

১৮৯৮ – পিয়ের ও মারি কুরি রেডিয়াম আবিষ্কার করেন।

১৯০৬ – অস্ট্রেলিয়ার মেলবোর্নে বিশ্বের প্রথম পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি দি স্টোরি অব দ্য কেলি গ্যাং প্রথম প্রদর্শিত হয়।

১৯১৩ – কলকাতা বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুরকে ডি লিট উপাধি দেয়।

১৯১৬ – জোসেফ জোফ্রে ফ্রান্সের প্রথম মার্শাল হন।

১৯১৬ – ছে ইউয়েন পেই পেইচিং বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট নিবার্চিত হন।

১৯৩২ – চীনের গানসুতে ভূমিকম্পে ৭০ হাজার লোক মৃত্যুবরণ করেন।

১৯৩৮ – চলচ্চিত্র নির্মাতা আলমগীর কবির জন্মগ্রহন করেন।

১৯৩৯ – তুরস্কে বড় ধরনের ভূমিকম্প হয়।

১৯৪৩ – কবি মানকুমারী বসুর মৃত্যু।

১৯৪৯ – বিজ্ঞানী আলবার্ট আইস্টাইন মধ্যাকর্ষণের নতুন সাধারণকৃত তত্ত্ব উদ্ভাবন করে।

১৯৫০ – আইরিশ কবি ও ঔপন্যাসিক জেমস স্টিফেনসন মৃত্যুবরণ করেন।

১৯৬২ – চীন-মংগোলিয়া সিমান্ত চুক্তি পেইচিং এ স্বাক্ষরিত হয়।

১৯৬২ – বাংলাদেশের জাতীয় মসজিদ ঢাকার বায়তুল মোকাররম মসজিদে জুমার নামায আদায়ের মাধ্যমে প্রথম নামাজ পড়া শুরু হয়।

১৯৭২ – মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৩তম রাষ্ট্রপতি হ্যারি এস. ট্রুম্যান মৃত্যুবরণ করেন।

১৯৭৮ – চীনের দক্ষিণাংশের বড় রেলপথ জিলিও রেলপথ আনুষ্ঠানিকভাবে চালু হয়।

১৯৭৯ – সাবেক সোভিয়েত ইউনিয়নের রেড আর্মি আফগানিস্তান দখল করে একটি স্বাধীন দেশের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী সামরিক অভিযান শুরু করে।

১৯৮৩ – ফ্রান্সের ডুবরী সাগরের ৪৫০০ মিটার নীচে অবগাহন করে নতুন বিশ্বের রেকর্ড সৃষ্টি করেন।

১৯৮৪ – চীনের প্রথম দক্ষিণ মেরু পরিদর্শন দল দক্ষিণ মেরুতে পৌঁছে।

১৯৮৭ – কথাসাহিত্যিক মনোজ বসু মৃত্যুবরণ করেন।

১৯৯২ – মার্কিন কম্পিউটার পুরোধা ডন কেমেনির মৃত্যু।

১৯৯৯ – চীনের পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় জলবিদ্যুত কেন্দ্র এটেন জলবিদ্যুত কেন্দ্রের নির্মান কাজ সম্পন্ন হয়।

২০০৪ – ভারত মহাসাগরে প্রায় নয় রিখটার স্কেলের এক ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামী বা সামুদ্রিক জলোচ্ছাস দেখা দেয়। তীব্র গতি-সম্পন্ন ও বিশাল উচ্চতার সামুদ্রিক ঢেউ ভারত মহাসাগর উপকূলে ধেয়ে আসায় শ্রীলংকা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভারত ও থাইল্যান্ডের দুই লক্ষ ২০ হাজারেরও বেশী মানুষ প্রাণ হারায়।

 

Next Post

জামালপুরে সরিষাবাড়ী উপজেলায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতি ডিসে. ২৬ , ২০১৯
আভা ডেস্কঃ ৬ ঘণ্টা বন্ধ থাকার পর জামালপুরে সরিষাবাড়ী উপজেলায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার দিবাগত রাত ১২টার দিকে জামালপুর স্টেশনের অদূরে পশ্চিম ফুলবাড়িয়া এলাকায় জিএম লোকাল ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগি সরিয়ে নিলে সকাল ৬টার দিকে ট্রেন চলাচল শুরু হয়। জামালপুর রেলওয়ে জংশনের স্টেশনমাস্টার […]

Chief Editor

Johny Watshon

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur

Quick Links