আভা ডেস্কঃ অসুস্থ ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফ উদ্দিনকে দেখতে যান রাসিক মেয়র লিটন।
আজ শুক্রবার সন্ধ্যায় ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অসুস্থ্য মোঃ শরিফ উদ্দিনকে দেখতে তার বাড়িতে যান রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র জননেতা জনাব এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এ সময় তাকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন মেয়র । একইসঙ্গে আওয়ামী লীগ নেতা মোঃ শরিফ উদ্দিনকে ঢাকায় নিয়ে গিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা ও চিকিৎসার খরচের দায়িত্বভার গ্রহণ করেন মেয়র। এ সময় শারীরিক অবস্থা ও চিকিৎসা ব্যবস্থারও সার্বিক খোঁজ খবর নেন তিনি।
এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল মমিন, ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ওয়াহেদুন্নবী অনু উপস্থিত ছিলেন।