আভা ডেস্কঃ ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের জয়রথ ছুটছে। লিগ শিরোপা নিশ্চিতের পরও পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখেছে লিভারপুল।
বুধবার রাতে এনফিল্ডে গোল উৎসব হয়েছে। ৮ গোল হয়েছে লিভারপুল ও চেলসির ম্যাচে। ৫-৩ গোলে জয় নিয়ে ইয়র্গুন ক্লপের দল হারিয়েছে চেলসিকে। ৩৭ ম্যাচে এটি লিভারপুলের ৩১তম জয়। ৯৬ পয়েন্ট নিয়ে তারা আছে ধরা ছোঁয়ার বাইরে। গোল উৎসবের ম্যাচে চ্যাম্পিয়নদের হয়ে একটি করে গোল করেন কেইটা, অ্যালেক্সজান্ডার-আর্নল্ড, ভ্যান ডাইক, রবার্তো ফিরমিনো ও ওক্সলেড চ্যাম্পবেরলিন। চেলসির হয়ে গোলের দেখা পান জিরুদ, আব্রাহাম ও পুলিসিচ।
এনফিল্ডে নিজেদের শেষ ম্যাচে জয় ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে মাঠে নেমেছিল লিভারপুল। এবারের মৌসুমে ঘরের মাঠে কোনো ম্যাচ হারেনি তারা। দুইটি ড্র করেছে। শেষটাতেও হলো বাজিমাত। ঘরের মাঠে সর্বোচ্চ ৫৭ পয়েন্ট পাওয়ার সুযোগ থাকে। সালেহ, মানেরা ৫৫ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করল। ২০০৫-০৬ মৌসুমে চেলসি, ২০১০-১১ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড এবং ২০১১-১২ মৌসুমে ম্যানচেস্টার সিটি ঘরের মাঠে এতোটা সুসময়ে কাটিয়েছিল।
এদিকে লিভারপুলের কাছে ম্যাচ হেরে কিছুটা ব্যাকফুটে চেলসি। চ্যাম্পিয়নস লিগে খেলতে হলে সেরা চারে থাকতে হবে। পয়েন্ট টেবিলে তারা এখন সেরা চারে থাকলেও শেষ ম্যাচে ড্র কিংবা জয় পেতেই হবে তাদের। নয়তো চেলসিকে টপকে লিস্টার সিটি সেরা চারে জায়গা করে নিবে।
এদিকে বুধবার রাতে ঘরের মাঠে ১-১ এ ড্র করে সেরা তিনে জায়গা করে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথমার্ধের যোগ করা সময়ে অ্যানথেনিওর স্পটকিকে পিছিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে গ্রীণউডের গোলে সমতায় ফেরে ম্যানইউ।