চলতি বছরের শুরুতে বাপ্পার সঙ্গে দীর্ঘ ১০ বছরের সংসার জীবনের ইতি টেনেছেন জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী মেহবুবা মাহনূর চাঁদনী। ৬ বছরে দীর্ঘ বিরতির পর তিনি আবারো অভিনয়ে ফিরছেন।
কিছুদিন আগে হারিয়েছেন বাবাকে। সব মিলিয়ে ভালো যাচ্ছিল না সময়টা। নিজেকে গুছিয়ে আবার কাজে ফিরছেন অভিনেত্রী। ২০০৮ সালে সংগীতশিল্পী বাপ্পা মজুমদারকে বিয়ে করার পর ছোট পর্দার জনপ্রিয় মুখ চাঁদনী দেখা মেলেনি।
সম্প্রতি কয়েকটি কাজের স্ক্রিপ্টও পেয়েছেন ইতোমধ্যে, সব মিলে গেলে শিগগিরই তাকে টেলিভিশনের পর্দায় আবার নিয়মিত দেখা যাবে।
চাঁদনী বলেন, সংসার জন্য ছয় বছর ধরে অভিনয় থেকে দূরে ছিলাম।অতীত নিয়ে আর বসে থাকতে চাই না। নিজেকে আবার কাজ করার জন্য প্রস্তুত করে তুলেছি।
‘দুখাই’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ১৯৯৪ সালে তার চলচ্চিত্রে যাত্রা শুরু হয়। তিনি চলচ্চিত্র, টেলিভিশন ও নাটকে অভিনয় করেছেন। ২০১২ সালে ব্রুনাইয়ের ৪২তম স্বাধীনতা ও জাতীয় দিবসে ব্রুনাই দারুস্সালামে বাংলাদেশী নৃত্যশিল্পী হিসেবে অংশ নিয়েছিলেন। তার অভিনীত সফল চলচ্চিত্রের মধ্যে রয়েছে দুখাই, লালসালু ও জয়যাত্রা।