আভা ডেস্ক: পবিত্র শবে কদর ও ঈদ-উল-ফিতর উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর টানা ৬ দিন বন্ধ থাকবে।
সোনামসজিদ আমদানী ও রপ্তানীকারক গ্রুপের স্বাক্ষরিত এক পত্রে জানাগেছে, বুধবার পবিত্র শবে কদরের ছুটি এবং বৃহস্পতিবার থেকে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ৫ দিনসহ মোট ৬ দিনের জন্য বন্ধ থাকবে দেশের দ্বিতীয় বৃহত্তম এ স্থলবন্দর। আগামী ১৯ জুন মঙ্গলবার বন্দরের সকল কার্যক্রম যথারীতিভাবে চালু হবে।
সোনামসজিদ আমদানী ও রপ্তানীকারক গ্রুপের সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান বাবু ও সোনামসজিদ সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিউর রহমান টানু স্বাক্ষরিত পত্রে বিষয়টি নিশ্চিত করেন।
তবে পাসপোর্টধারী যাত্রীদের জন্য সোনামসজিদ ইমিগ্রেশন খোলা থাকবে।