লক্ষ্মীপুরে বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে সুপারি রং করার সময় ৬৫ বস্তা সুপারিসহ দুই শ্রমিককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালতে। জব্দকৃত সুপারি রোলার দিয়ে বিনষ্ট করা হয়েছে।
আটককৃতরা হলেন, উপজেলার দালাল বাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে বেলাল হোসেন ও চররুহতা ইউনিয়নের চরমন্ডল গ্রামের মৃত আবুল কালামের ছেলে বাবুল হোসেন। বুধবার রাতে এই দুই জনকে আটকের পর ৫০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজাহান আলী।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সংবাদকর্মীদের বলেন, ‘সুপারিতে ক্ষতিকারক কেমিক্যাল মেশানোর খবর পেয়ে বিকেলে সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামে অভিযান চালিয়ে হাতে-নাতে বেলাল ও ইদ্রিসকে আটক করা হয়। এসময় প্রায় ৩লাখ টাকার (৬৫ বস্তা) বিষাক্ত সুপারি জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতে আটককৃতদের ৫০হাজার টাকা জরিমানা ও জব্দকৃত সুপারি বিনষ্ট করা হয় । ভবিষ্যতে ধরণের কাজ করবেনা মর্মে তারা মুচলেকা দেয়। তবে মালিক পক্ষের কাউকে আটক করা যায়নি।’
রাইজিংবিডি