লিওনেল মেসির অসাধারণ গোলে নাইজেরিয়ার বিপক্ষে লিড নিল আর্জেন্টিনা। খেলার ১৪ মিনিটে এভার বানেগার পাসে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন এই তারকা ফুটবলার। দ্বিতীয়ার্ধের শেষ সময়ে দিকে নাইজেরিয়ার মুসা পেনাল্টি থেকে গোল আদায় করলেও ৮৮ মিনিটে অ্যাগুয়ারোর গোলে আবার লিড পায় আর্জেন্টিনা। ফলে ২-১ গোলের জয় নিয়ে রানার্সআপ হয়ে দ্বিতীয় রাউন্ডের টিকিট পায় আর্জেন্টিনা।
আর্জেন্টিনা ফুটবলে সবসময়ই ত্রাতা হয়ে ছিলেন মেসি। এবারও খাদের কিনারায় থাকা দলের সাহায্যে শুরুতেই এগিয়ে এসেছেন তিনি।
এ ম্যাচে জিততেই হবে এমন সমীকরণে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। সেই সঙ্গে তাদের প্রার্থনা করতে হতো ক্রোয়েশিয়া-আইল্যান্ডের ম্যাচে আইসল্যান্ডের পরাজয়। সেটিও ঘটে। ফলে আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ডের টিকিট পায়।