জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া সীমান্তের চেঁচড়া এলাকা দিয়ে ভারতে পাচারকালে ১০টি স্বর্নের বারসহ সোহেল রানা (২৪) নামের এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি।
আটককৃত সোহেল রানা চেঁচড়া গ্রামের মৃত নুর মোহাম্মদ এর ছেলে। ওই ১০টি স্বর্ণের বারের ওজন এক কেজি।
জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল রাশেদ মোহম্মদ আনিসুল হক জানান, পাঁচবিবি উপজেলার কয়া সীমান্তের চেঁচড়া এলাকা দিয়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ন পাচার হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বেলা ১১টার দিকে বিজিবি সদস্যরা ওই এলাকায় অভিযান চালিয়ে ৪০ লাখ টাকার মূলোর ১০টি স্বর্নের বার সহ সোহেল রানাকে আটক করা হয়।
প্রতিটি একশ’ গ্রাম ওজনের ওই দশটি স্বর্নের বারের ওজন এক কেজি। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।