চলছে রাশিয়ায় বিশ্বকাপ যুদ্ধ। পাড়ায় পাড়ায়, মহল্লায়, চায়ের কাপে শুধু ফুটবল নিয়েই আলোচনা। বিশ্বকাপের প্রভাব পড়েছে শহরে অলিগলিতে এমন কী প্রেমিক-প্রেমিকা, স্বামী-স্ত্রীর মাঝেও। বিশ্বকাপ নিয়ে এবারের জোকস:
* জোকস-১
প্রেমিক: আমি আর্জেন্টিনা করছি। তুমি আমার প্রেমিকা হয়েও ব্রাজিল করছো কেন? মাইন্ড করলাম।
প্রেমিকা: আরে! মন থেকে করছি নাকি? আমি তো তোমার দলেই আছি।
প্রেমিক: তো ব্রাজিলের জার্সি পড়ে আছো কেন?
প্রেমিকা: মেকাপ, লিপস্টিক না কিনে সে টাকা এ জার্সিটা কিনেছি। কিছুদিন পড়ে টাকা উসুল তো করতে দিবা! নাকি?
* জোকস -২
এবারের বিশ্বকাপে ব্রাজিল তারকা নেইমার প্রতিপক্ষের ডি-বক্সে এসেই পড়ে যান। একটা ম্যাচে এভাবেই তিনি পড়ে গেলেন।
ব্রাজিল সাপোর্টার: ওহ! পেনাল্টি পাবো। রেফারি রিভিউ এ ফাউলটা দেখতে গেছেন মাঠের বাইরের টিভিতে।
আর্জেন্টিনা সাপোর্টার: আরে নাহ! উনি নেইমারের অভিনয় আবার দেখতে গেছেন।