প্রেস বিজ্ঞপ্তি:
গণসংহতি আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না দেওয়ার ঘোষণায় সারাদেশে গণসংহতি আন্দোলন এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণসংহতি আন্দোলন রাজশাহী জেলা শাখার উদ্যোগে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
আগামীকাল শনিবার দুপুর ১২ টায় গণসংহতি আন্দোলনের রাজশাহী জেলা ও মহানগর কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন, আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী ও গণসংহতি আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ ও জেলা গণসংহতি আন্দোলনের সদস্য সচিব রুপোশ সালাম, মতিহার থানার আহ্বায়ক হাসিব রেজাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে একটি লিখিত বক্তব্য পাঠ করা হবে এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হবে।