তানোর প্রতিনিধি:
রাজশাহীর তানোরে স্ত্রীকে মারপিট করে হত্যার পর স্বামী নিজে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টার ঘটনার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। নিহত সুস্নাতুন বেগমের (৩২) স্বামী নিশার উদ্দীন পুলিশের হাতে গ্রেফতার হওয়ায় ৮ দিন পর আদালতের মাধ্যমে রিমান্ডে নেয়ার পর তার স্ত্রীকে হত্যার অনেক তথ্য দিয়েছে পুলিশকে।
গ্রেফতারকৃত নিশার উদ্দীনের ৩ দিনের রিমান্ড শেষে শুক্রবার দুপুরে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও তানোর থানা ওসি (তদন্ত) মো: মহিনুল ইসলাম বলেন, আসামীকে ৩ দিনের রিমান্ড আনার পর অনেক চাঞ্চল্যকর তথ্য পেয়েছি। তদন্ত সার্থে এখন তা প্রকাশ করা যাচ্ছে না। তবে হত্যার ঘটনাটির বিষয়ে সমস্ত কিছু আসামী আমাদের প্রকাশ করেছে।
প্রসঙ্গত গত ২২ মে সকালে তানোর উপজেলার চান্দুড়িয়া ইউনিয়নের জুড়ানপুর গ্রামের গৃহবধু সুস্নাতুন বেগমের (৩২) স্বামী নিশার উদ্দীন (৩৮) মুখে বিষ ঢেলে দেয়। নিজেকে বাচাতে নিশার উদ্দীন নিজের মুখে বিষ মেখে নিহত স্ত্রীর পাশে শুয়ে থাকে। পুলিশ ঘটনা স্থল থেকে নিশার উদ্দীনকে গ্রেফতার দেখিয়ে তার চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পাহারায় রাখেন।
এঘটনায় নিহতের পিতা শুকুর আলী বাদী হয়ে ৩জনকে আসামী করে থানায় হত্যা মামলা করেন।