সেলফি তুলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মারা গেলেন বাবা ও দুই মেয়ে। আজ সোমবার নরসিংদী সদর উপজেলায় পুরানপাড়া রেল সেতুর কাছে এ ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন হাফিজ মিয়া (৪০), তাঁর দুই মেয়ে তারিন (১৩) ও তুলি (২)। হাফিজ লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া গ্রামের জহুরুল হকের ছেলে।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইদুজ্জামান বলেন, নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি পুরানপাড়া রেল সেতুর কাছে পৌঁছালে হাফিজ তাঁর মেয়েদের নিয়ে ট্রেনসহ সেলফি তোলার চেষ্টা করেন। এ সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
উৎস
প্রথম আলো