আভা ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নুরুল হুদা বলেছেন, স্থানীয় সরকারের কোনো নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করার পরিকল্পনা কমিশনের নেই। এ জন্য আসন্ন বরিশালসহ চার সিটি করপোরেশন নির্বাচনে কোথাও সেনাবাহিনী মোতায়েন করা হবে না।
আজ বুধবার দুপুরে বরিশাল সার্কিট হাউসে বরিশাল ও ফরিদপুর অঞ্চলের জেলা–উপজেলা পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের মধ্যে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ওপর এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন।
২৬ জুন গাজীপুর সিটি করপোরেশনে ভোট গ্রহণ হবে। আর রাজশাহী, সিলেট ও বরিশালে ভোট আগামী ৩০ জুলাই।
এ সময় জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনের ক্ষেত্রে আমাদের (কমিশন) কোনো বিশেষ দলের জন্য আলাদা কোনো উদ্যোগ নেওয়ার সুযোগ নেই। আমরা সব সময়ই সব দলকে নির্বাচনে অংশ নিতে আহ্বান জানিয়েছে। যাতে নির্বাচনগুলো প্রতিযোগিতামূলক হয়।’
কর্মশালায় সিইসি বলেন, ‘প্রযুক্তির ক্ষেত্রে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন আমরা আর পুরোনো পদ্ধতিতে ভোট গ্রহণের বিড়ম্বনা পোহাতে চাই না। ২০০৮ সালে এই পদ্ধতি নিয়ে নিরীক্ষা করার পর এর সুফল পাওয়ায় আমরা পর্যায়ক্রমে এর ব্যবহার বাড়াতে চাই। নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ইভিএম পদ্ধতির গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।’ এ জন্য এই আধুনিক ভোট পদ্ধতির সুফল ও প্রয়োজনীয়তা নিয়ে প্রচারের জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
বরিশালের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ইভিএম বিষয়ক উপস্থাপনা পরিবেশন করেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. শহিদুজ্জামান, নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মোস্তফা ফারুক, বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. মুজিবুর রহমান, বরিশাল নগর পুলিশের কমিশনার (ভারপ্রাপ্ত) মাহফুজুর রহমান।
উৎস প্রথম আলো