নিজস্ব প্রতিবেদক,ভোরের আভা:: সুবিধা বঞ্চিত আর এতিমদের নিয়ে ইফতার করলেন কাটাখালী পৌর মেয়র আব্বাস আলী।প্রায় হাজারেরও বেশী গরিব,দু:খী,এতিম ও সুবিধা বঞ্চিত অসহায় শিশু কিশোরদের নিয়ে ইফতার করেছেন এই মেয়র।
ইফতারি অনুসঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার থানার ওসি শাহাদত হোসেন,রাবি বাংলা বিভাগের অধ্যপক সারওয়ার সেলিম,মেম্বার বাবু, বীর মুক্তিযোদ্ধা কাইয়ুমুদ্দিন, চ্যনেল এসএ’র প্রতিনিধি হাবিব জুয়েল,ভোরের আভা ডটকম এর সম্পাদক রেজাউল করিম, বরেন্দ্র প্রতিদিনের স্টাফ রিপোর্টার পুলক, ফটো সাংবাদিক রাজ্জাক,বাবুল সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবৃন্দ।