রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে খায়রুজ্জামান লিটন, সিলেটে বদরুদ্দিন আহমদ কামরান, বরিশালে সাদিক আবদুল্লাহকে মেয়র পদে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।
আজ শুক্রবার গণভবনে দলের স্থানীয় সরকার ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এই মনোনয়ন দেওয়া হয়। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ওই সভায় সভাপতিত্ব করেন।
আগামী ৩০ জুলাই ওই তিন সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।
এ ছাড়া উলিপুর ও চিলমারী নিয়ে গঠিত কুড়িগ্রাম-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এম এ মতিনকে মনোনয়ন দিয়েছে বোর্ড।
গত ১১ই মে জাতীয় পার্টির সংসদ সদস্য এ কে এম মাইদুল ইসলামের মৃত্যুতে এই আসনটি শূণ্য হয়। আগামী ২৫ জুলাই এই আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা আছে।