পাওলিনহো ও থিয়াগো সিলভার গোলে সার্বিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে শেষ ষোলোয় পা রাখলো ব্রাজিল।
দ্বিতীয়ার্ধে থিয়াগো সিলভার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল। নেইমারের অসাধারণ কর্নার কিক থেকে ব্রাজিলের ২ নম্বর জার্সিধারী থিয়াগো সিলভার হেড সার্বিয়ার জাল খুঁজে পায়।
ঠিক সময়ে গোল পেয়েছেন থিয়াগো। কারণ, এর দ্বিতীয়ার্ধে বেশ কয়েকবার গোল করার খুব কাছাকাছি চলে গিয়েছিলো সার্বিয়া। নিতান্তই ভাল ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পায়নি তারা।
ম্যাচে বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করেছেন নেইমার। কিন্তু গোল করতে পারেন নি। তবে শেষ পর্যন্ত তার কর্নার কিক থেকেই এলো দলের দ্বিতীয় গোল।
এ ম্যাচে জিতে শেষ ষোলোতে মেক্সিকোর মুখোমুখি হবে ব্রাজিল।