আভা ডেস্কঃ ঠিক এক বছর আগে মুক্তি পেয়েছিল সারা আলী খানের প্রথম সিনেমা ‘কেদারনাথ’। তাই আজকের এই দিনে ভীষণ রকমের নস্টালজিক হয়ে পড়েছেন সারা।
কেদারনাথ’ যেদিন মুক্তি পেয়েছিল, ওই দিন তিনি সামাজিক মাধ্যমের প্রোফাইলে একটি পোস্ট দেন। যেখানে ধন্যবাদ জানিয়েছিলেন নির্মাতাসহ কলাকুশলী– সবাইকে।
তিনি লিখেছিলেন অনেকটা এভাবেই– বিশ্বাস করতেও পারছি না এক বছর হয়ে গেল কেদারনাধ ছবিটি মুক্তির। সবাইকে ধন্যবাদ আমার ওপর বিশ্বাস রাখার জন্য। পরিচালককে। এবং কনিকাকে! পরিচালকের সঙ্গে আমার পরিচয় করিয়ে দেয়ার জন্য। ‘মুক্কু’ চরিত্রটি সবসময়ই আমার প্রথম ভালোবাসা হয়ে থাকবে। এবং সুশান্ত রাজপুতকে বিশেষ ধন্যবাদ। কি অসাধারণ একজন শিল্পী ও সহযোগী তিনি!
সারা আলী খান অমৃতা সিং ও সাইফ আলী খানের বড় সন্তান। নিজের পরিচয় গড়ে তুলেছেন বলিউডে। এবং বর্তমানে নিজের পরিচয়েই দাপটের সঙ্গে বিচরণ করছেন বলিউডে।
প্রসঙ্গত সারা আলী খানের প্রথম সিনেমা ‘কেদারনাথ’ মুক্তি পায় ২০১৮ সালের ৭ ডিসেম্বর। এই সিনেমায় তার বিপরীতে ছিলেন ‘কাই পো চে’খ্যাত সুশান্ত রাজপুত এবং ছবিটি পরিচালনা করেন অভিষেক কাপুর।