ভোরের আভা ডেস্ক : ব্যস্তজীবনে চলার পথে অনেক কিছুই মানুষ এড়িয়ে যায়। সাংবাদিকের ক্যামেরা সেখান থেকেই তুলে আনে অসাধারণ সব ঘটনার
কিছু দিন আগে উদ্বাস্তু শিশু আয়নালের মৃতদেহের ছবি নিয়ে হইচই হয়েছিল গোটা দুনিয়াজুড়ে। কিন্তু কয়েক দিন না যেতেই আবার সব ভুলে যায় মানুষ।
এবার কোনো ছবি নয়, বরং ছবি তুলতে গিয়ে উদ্বাস্তু শিশুর মমতায় হইচই পড়েছে সামাজিকমাধ্যমে। ছবিটিতে শিশুর মুখ বুঝিয়ে দিচ্ছে তার কঠিন পরিস্থিতি।
উদ্বাস্তু মানুষ ঠিকঠাক খাবার পায় না। তাই অনেক সময় ফুটপাথে পরিত্যক্ত খাবার খেতে দেখা যায় তাদের।
এমন একটি শিশুর ছবি টুইটারে ছড়িয়ে পড়েছে। কোনো এক সাংবাদিক শিশুটির ছবি তুলছিলেন। এমন সময় শিশুটিও সাংবাদিককে তার মতো অসহায় বা ক্ষুধার্থ মনে করে তার দিকে খাবার এগিয়ে দেয়।
যুগান্তর